উন্নয়নকল্পে পাতাটি dictionary.bdfish.org-তে সরিয়ে নেয়া হয়েছে। আপনার কাঙ্ক্ষিত শব্দ খুঁজতে dictionary.bdfish.org পরির্দশন করুন। অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ ক খ গ ঘ চ ছ জ ঝ ট ঠ ড ঢ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ |
কর্ডেট (Chordate)
যেসব প্রাণীর দেহে সারাজীবন বা জীবনের কোন না কোন পর্যায়ে নটকর্ড (Notochord), গলবিলের ফুলকা-ছিদ্র (Pharyngeal gill slits) ও পৃষ্ঠদেশস্থ ফাঁপা স্নায়ু-রজ্জু (Hollow dorsal nerve cord) বর্তমান তাদেরকে কর্ডেট বলে। এরা কর্ডাটা পর্বের (Phylum Chordata) অন্তর্ভুক্ত। এ পর্বের প্রাণীদের উল্লেখিত মৌলিক বৈশিষ্ট্য ছাড়াও আরও যেসব বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এরা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম (Bilaterally symmetrical), এদের ভ্রূণে কোষের তিনটি স্তর বিদ্যমান (Triploblastic Embryo), অভ্যন্তরীণ খণ্ডায়ন বা খণ্ডাকায়ন (Internal metamerism) উপস্থিত এবং প্রকৃত সিলোম (True coelome) বর্তমান। যেমন- মাছ, উভচর, সরীসৃপ, পাখী, স্তন্যপায়ী ইত্যাদি।
কান বা কর্ণ (Ear)
প্রাণী যে ইন্দ্রিয় বা উদ্দীপক গ্রাহক অঙ্গের মাধ্যমে বাতাস, পানি অথবা কঠিন বস্তুর কম্পাঙ্ক সনাক্ত করতে পারে তাকে কান বা কর্ণ বলে। কান শ্রবণের (Auditory বা Hearing) কাজ করে। কানের প্রধান অংশ দুটি যথা- বহিঃকর্ণ ও অন্তঃকর্ণ। অনেক প্রাণীর মত মাছে বহিঃকর্ণ অনুপস্থিত থাকলেও অন্তঃকর্ণ বর্তমান।
এই পাতাটি উন্নয়নকল্পে dictionary.bdfish.org-তে সরিয়ে নেয়া হয়েছে। এর উন্নয়নে অংশ নিতে পারেন আপনিও। আপনার কাঙ্ক্ষিত শব্দটি পাঠিয়ে দিন [email protected] ইমেইল ঠিকানায়। |
Visited 114 times, 1 visits today | Have any fisheries relevant question?