| উন্নয়নকল্পে পাতাটি dictionary.bdfish.org-তে সরিয়ে নেয়া হয়েছে। আপনার কাঙ্ক্ষিত শব্দ খুঁজতে dictionary.bdfish.org পরির্দশন করুন। অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ ক খ গ ঘ চ ছ জ ঝ ট ঠ ড ঢ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ | 
খণ্ডায়ন বা খণ্ডাকায়ন (Segmentation or Metamerism)
প্রাণীদেহ একই রকম খণ্ডাংশ নিয়ে গঠিত হওয়ার বিষটিই হচ্ছে খণ্ডায়ন বা খণ্ডাকায়ন (Segmentation or Metamerism)। প্রাণীরাজ্যে মাত্র চারটি পর্বে খণ্ডায়ন দেখতে পাওয়া যায়। যথা- প্ল্যাটিহেলমিনথিস (Platyhelminthes), এ্যানিলিডা (Annelida), আর্থ্রোপোডা (Arthropoda) ও কর্ডাটা (Chordata)। খণ্ডায়ন বাহ্যিকভাবে দৃশ্যমান হলে তাকে বাহ্যিক খণ্ডায়ন (External metamerism) বলে। যেমন- কেঁচো, আরশোলাতে বাহ্যিক খণ্ডায়ন দেখতে পাওয়া যায়। অন্যদিকে মেরুদণ্ডীদের খণ্ডায়ন কেবলমাত্র কশেরুকা (Vertebrae) আর স্নায়ু গ্যাংগ্লিয়াতে (Nerve ganglia) উপস্থিত যা প্রাণীদেহে বাহ্যিকভাবে দৃশ্যমান নয় তাই এজাতীয় খণ্ডায়ন অভ্যন্তরীণ খণ্ডায়ন হিসেবে বিবেচিত।
| এই পাতাটি উন্নয়নকল্পে dictionary.bdfish.org-তে সরিয়ে নেয়া হয়েছে। এর উন্নয়নে অংশ নিতে পারেন আপনিও। আপনার কাঙ্ক্ষিত শব্দটি পাঠিয়ে দিন add-word@bdfish.org ইমেইল ঠিকানায়। | 
Visited 94 times, 1 visits today | Have any fisheries relevant question?
