উন্নয়নকল্পে পাতাটি dictionary.bdfish.org-তে সরিয়ে নেয়া হয়েছে। আপনার কাঙ্ক্ষিত শব্দ খুঁজতে dictionary.bdfish.org পরির্দশন করুন। অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ ক খ গ ঘ চ ছ জ ঝ ট ঠ ড ঢ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ |
জলচর পাখি (Aquatic bird)
যেসব পাখি তাদের জীবনের বেশীর ভাগ সময় জলজ পরিবেশে অবস্থান করে তাদেরকে জলচর পাখি বলে। জলচর পাখির শারীরিক এবং আচরণজনিত বৈশিষ্ট্যসমূহ (খাদ্যগ্রহণ ও প্রজননিক আচরণ ইত্যাদি) জলজ পরিবেশে অবস্থানের জন্য বিশেষভাবে অভিযোজিত। যেমন- জলজ পরিবেশে হাঁটা, সাতার কাটা, ডুব দেয়া, খাদ্য গ্রহণ, অন্তরঙ্গ সময় কাটানো ইত্যাদি। বাংলাদেশের উল্লেখযোগ্য জলচর পাখি ডাহুক, পানকৌড়ি, পানিকাটা, ইত্যাদি।
জলজ প্রাণী (Aquatic animal)
যাদের জীবনধারণ, বৃদ্ধি ও প্রজননের জন্য জলে অর্থাৎ পানিতে অবস্থান করতে হয় তাদেরকে জলজ প্রাণী বলে । যেমন- মাছ, ঘড়িয়াল, শুশুক ইত্যাদি।
জিহ্বা (Tongue)
প্রাণী যে অঙ্গের মাধ্যমে স্বাদের (Taste) জন্য দায়ী রাসায়নিক পদার্থ সনাক্ত করে থাকে তাকে জিহ্বা বলে। এতে অসংখ্য স্বাদগ্রাহক কোষ (taste bud) থাকে যা ভিন্ন ভিন্ন স্বাদ সনাক্ত করতে সক্ষম। উন্নত প্রাণীদের জিহ্বা ধ্বনি উচ্চারণে বিশেষ ভূমিকা পালন করে। বেশিরভাগ মাছে জিহ্বা না থাকলেও এদের কর্ষিকা (barbel) বা ঠোটে (Lips) স্বাদগ্রাহক কোষ (taste bud) উপস্থিত যা তাদের খাদ্য খোঁজায় সাহায্য করে।
এই পাতাটি উন্নয়নকল্পে dictionary.bdfish.org-তে সরিয়ে নেয়া হয়েছে। এর উন্নয়নে অংশ নিতে পারেন আপনিও। আপনার কাঙ্ক্ষিত শব্দটি পাঠিয়ে দিন add-word@bdfish.org ইমেইল ঠিকানায়। |
Visited 99 times, 1 visits today | Have any fisheries relevant question?