উন্নয়নকল্পে পাতাটি dictionary.bdfish.org-তে সরিয়ে নেয়া হয়েছে। আপনার কাঙ্ক্ষিত শব্দ খুঁজতে dictionary.bdfish.org পরির্দশন করুন। অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ ক খ গ ঘ চ ছ জ ঝ ট ঠ ড ঢ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ |
লোম বা চুল (Hair)
লোম বা চুল হচ্ছে ত্বকের এপিডার্মিস (Epidermis) স্তর হতে উৎপন্ন কেরাটিন (Keratin) যুক্ত লম্বা কোষ নির্মিত দণ্ডাকার গঠন বিশেষ যা স্তন্যপায়ীদের সনাক্তকারী বৈশিষ্ট্য। স্তন্যপায়ীর অনেক সদস্যের সারা শরীর লোম দ্বারা ঘনভাবে আবৃত থাকতে পারে যেমন- গরু, ছাগল ইত্যাদি, অনেকের আবার হালকাভাবে আবৃত থাকতে পারে যেমন- মানুষ। অনেকের আবার বিচ্ছিন্নভাবে অল্প পরিমাণ লোম দেখতে পাওয়া যায় যেমন- তিমি। প্রতিটি লোম ডার্মিসের (Dermis) অভ্যন্তরে অবস্থিত এপিডার্মিসের জার্মিনেটিভ (Germinative) স্তর উদ্ভূত হেয়ার ফলিকল (Hair follicle) হতে উৎপন্ন হয়ে থাকে।
ল্যাটারাল লাইন অঙ্গ (Lateral line system)
প্রাণীদেহের ত্বকের নীচে অবস্থিত অনেকগুলো খাত (Canal) ও গর্ত (Pits) নিয়ে পার্শ্বরেখা অঙ্গ গঠিত। খাতগুলো ছিদ্রের মাধ্যমে বাহিরের পরিবেশে উন্মুক্ত। যেসব মাছে আঁইশ উপস্থিত সেসব মাছের পার্শ্বরেখা অঙ্গের উপরস্থ আঁইশও ছিদ্রযুক্ত। এই ছিদ্রগুলোই মূলত বাহির থেকে দৃষ্টিগোচর হয় যা পার্শ্বরেখা নামে বিবেচিত। খাতে অনেকগুলো সংবেদগ্রাহী কোষ নিউরোমাস্ট (Neuromast) অবস্থিত যা পানিতে দূরবর্তী কোন প্রাণী বা বস্তুর চলাচলের ফলে সৃষ্ট কম্পাঙ্ক সনাক্ত করতে সক্ষম।
এই পাতাটি উন্নয়নকল্পে dictionary.bdfish.org-তে সরিয়ে নেয়া হয়েছে। এর উন্নয়নে অংশ নিতে পারেন আপনিও। আপনার কাঙ্ক্ষিত শব্দটি পাঠিয়ে দিন add-word@bdfish.org ইমেইল ঠিকানায়। |
Visited 236 times, 1 visits today | Have any fisheries relevant question?