উন্নয়নকল্পে পাতাটি dictionary.bdfish.org-তে সরিয়ে নেয়া হয়েছে। আপনার কাঙ্ক্ষিত শব্দ খুঁজতে dictionary.bdfish.org পরির্দশন করুন। অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ ক খ গ ঘ চ ছ জ ঝ ট ঠ ড ঢ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ |
অগ্ন্যাশয় (Pancreas)
অগ্ন্যাশয় হচ্ছে পাকস্থলীর সন্নিকটে অবস্থিত গুরুত্বপূর্ণ পরিপাক গ্রন্থি যা অ্যাসিনার (Acinar) কোষ এবং আইলেটস অব ল্যাঙ্গারহান্স (Islets of Langerhans) কোষ নিয়ে গঠিত। অ্যাসিনার কোষ বহিঃক্ষরা গ্রন্থি (Exocrine) গঠন করে যা অগ্ন্যাশয় রস নিঃসরণ করে। অন্যদিকে আইলেটস অব ল্যাঙ্গারহান্স কোষ অন্তঃক্ষরা (Endocrine) গ্রন্থি গঠন করে যা ইনসুলিন নিঃসরণ করে।
অতিরিক্ত শ্বসন অঙ্গ (Accessory respiratory organ)
অনেক মাছে জলজ শ্বসন অঙ্গ ফুলকা ছাড়াও বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণে সক্ষম এমন অঙ্গ দেখতে পাওয়া যায় যাকে অতিরিক্ত শ্বসন অঙ্গ (Accessory respiratory organ) বলে। এই অঙ্গ যেহেতু বাতাস থেকে অক্সিজেন গ্রহণে সক্ষম তাই একে বায়ুশ্বাসী অঙ্গও (Air breathing organ) বলা হয়। যেমন- ইল জাতীয় মাছ Anguilla anguilla এর ত্বক, টাকি মাছের ফ্যারেঞ্জিয়াল ডাইভারটিকুলা (Pharyngeal diverticula), শিং মাছের বায়ু থলি (Tubular air sac), মাগুর মাছের আরবোরিসেন্ট অর্গান (Arborescent organ), কই মাছের ল্যাবিরিন্থিন অর্গান (Labyrinthine organ) ইত্যাদি।
অন্তঃক্ষরা গ্রন্থি (Endocrine gland)
যে নিঃসারক কলা তথা গ্রন্থির ক্ষরণ সরাসরি রক্তে নিক্ষিপ্ত হয় তাদের অন্তঃক্ষরা গ্রন্থি (Endocrine gland) বলে। দুটি গ্রিক শব্দ যথা Endon অর্থাৎ অভ্যন্তরে এবং krino অর্থাৎ পৃথক নিয়ে Endocrine শব্দটি গঠিত। এসব গ্রন্থিতে কোন নালী থাকে না বিধায় এদের অনালী বা নালীবিহীন (Ductless) গ্রন্থিও বলা হয়। যেমন- থাইরয়েড গ্রন্থি (Thyroid gland), পিটুইটারি গ্লান্ড (Pituitary gland), আইলেটস অব ল্যাঙ্গারহান্স (Islets of Langerhans) ইত্যাদি।
অভিপ্রয়াণ (migration)
খাদ্য গ্রহণ, প্রজনন বা অনুকূল পরিবেশ প্রাপ্তির উদ্দেশ্যে প্রাণীর একস্থান থেকে অন্যস্থানে গমন এবং উদ্দেশ্য পূরণের পর পুনরায় পূর্বের স্থানে ফিরে আসাকে অভিপ্রয়াণ বলে। অভিপ্রয়াণ এর ইংরেজি Migration যা ল্যাটিন শব্দ Migrare থেকে এসেছে যার আভিধানিক অর্থ to travel বা ভ্রমণ এবং পারিভাষিক শব্দ অভিপ্রয়াণ। তবে প্রাণিবিজ্ঞানে অভিপ্রয়াণ বলতে কেবলমাত্র এলোমেলো ভ্রমণ বা স্থান পরিবর্তনকে বোঝায় না বরং একটি সুনির্দিষ্ট উদ্দেশ্যে প্রাণীর একস্থান থেকে অন্যস্থানে গমন এবং উদ্দেশ্য পূরণের পর পুনরায় পূর্বের স্থানে ফিরে আসা বোঝাতে অভিপ্রয়াণ শব্দটি ব্যবহৃত হয়। মাছ, উভচর, সরীসৃপ, পাখী ও স্তন্যপায়ীদের মাঝে সহজাত আচরণ হিসেবে অভিপ্রয়াণ দেখতে পাওয়া যায়।
পুনশ্চ: অনেক জীববিজ্ঞানের বই-এ অভিপ্রয়াণ শব্দটি অভিপ্রয়ান, অভিপ্রায়ন, অভিপ্রায়ণ হিসেবে উল্লেখ করা হয়েছে যা স্পষ্টই ভুল।
অ্যারেক্টর পিলি (Arrector pili)
স্তন্যপায়ীদের প্রতিটি লোম একটি হেয়ার ফলিকলের (Hair follicle) মধ্যে অবস্থান করে। প্রতিটি ফলিকলের সাথে একটি করে মসৃণ পেশী থাকে যাকে অ্যারেক্টর পিলি (Arrector pili) বলে। এই পেশির সংকোচনেই লোম খাড়া হয়।
অ্যাসিলোমেট (Acoelomate) প্রাণী
যেসব প্রাণীদের পৌষ্টিকনালি ও দেহ-প্রাচীরের মধ্যবর্তী স্থান নিরেটভাবে কোষ বা কলা দিয়ে পূর্ণ থাকে তাদের অ্যাসিলোমেট (Acoelomate) প্রাণী বলে আর এ ধরণের সিলোম কে অ্যাসিলোম (Acoelom) বলে। যেমন- সিলেন্টের্যাটা (Coelenterata) ও প্ল্যাটিহেলমিনথিস (Platyhelminthes) পর্বের প্রাণী।
এই পাতাটি উন্নয়নকল্পে dictionary.bdfish.org-তে সরিয়ে নেয়া হয়েছে। এর উন্নয়নে অংশ নিতে পারেন আপনিও। আপনার কাঙ্ক্ষিত শব্দটি পাঠিয়ে দিন add-word@bdfish.org ইমেইল ঠিকানায়। |
Visited 326 times, 1 visits today | Have any fisheries relevant question?